নিঃস্বতাই তো কান্নার বিশাল প্রান্তর
তুমি জানো না আমার জীবন
সেই প্রান্তর...
পার হতে পারছে না কিছুতেই...


হাঁ করে চেয়ে থাকি
অসীম শূণ্যতায়...
হাত দুটো পেতে রাখি মাটির উপরে
কিছু তো পাইনা
কখনো বা কালো মেঘ ছায়া ফেলে
হাতের উপর...


আচমকা বাতাস বয় জোরেই
খুব জোরে
হয়তো বা ঝড়...
সব কিছু উড়ে যায় ভেঙ্গে যায়
শূণ্যে মিলিয়ে যায় সব চাওয়া পাওয়া
থাকে শুধু অনন্ত নিঃস্বতা
অশরীরী আতঙ্কের মতো...


তোমাকে বলেছি না
নিঃস্বতাই কান্নার বিশাল প্রান্তর...