সময়ের স্রোতে দুজনেই ভেসেছি
কখনো তুমি আমায় ডেকেছো
কখনো বা আমিই তোমাকে
সাড়া দিয়েছিলাম দুজনেই...


কখনযে স্রোতোধারা ভাগ হল দুভাগে
বুঝতেই পারিনি...
একাই ভেসেছি তখন
অনেকেই তো একাই ভাসে আজীবন...


ভাসতে ভাসতেই দেখেছি কত কিছু
প্রকৃতির সাজানো সংসার
দেখেছি জোনাকি জ্বলা রাত
শুনেছি ভোরের ভৈরবী
সাধ জেগেছে ডাঙ্গায় ফেরার...


কিন্তু স্রোতের মুখে যে অজস্র শৈবালদাম?
বাধা হয়ে দাঁড়িয়েছে তারা
তবু বিশ্বাসটা পাকা ছিল বড়
জানতাম একদিন মিলবো নিশ্চয়
মোহনার মুখে...