জীবন নদীতে ভেসে চলেছে মানুষ
কোন অনাদি কাল ধরে...
সময় যে তার স্রোত?
সময়ের ছন্দে ছন্দে নেচে চলেছে
শাশ্বত মানবের ইতিহাস..


কালের কষ্টিপাথরে লেখা
সে ইতিহাসের পাতায় তুমি ছিলে,
আমি ছিলাম ছিলে তোমরাও...


আবার ইতিহাস হবো একদিন
তোমরা তো থাকবে নিশ্চয়?
তবে ইতিহাসের অদৃশ্য রূপ হয়ে নয়-
ইতিহাসের শিল্পিত সৌন্দর্য হয়েও নয়


তোমরা থাকবে নারকীয় যন্ত্রনার
ঘৃণিত ইতিহাস হয়ে!


ইতিহাস কাউকে কখনো ক্ষমা করে না...