লোকে আমাকে ভীতু বলে
হ্যালসাও বলে অনেকে কারন-
আমি জটিলতাকে এড়িয়ে চলি
অহেতুক বিতর্কে জড়াতে চাই না
কখনোই...
জটিলতার ফাঁসে শ্বাস রুদ্ধহয়ে-
আসে কখনো...
তবুও নির্বিকার থাকি
সংসারের তেল নুনের খরচ নিয়ে
যখন তুমি আমার উপর বাক্য বর্ষণ করো
তখনও আমি চুপ করেই থাকি...
মনে মনে ভাবি এটাই
গরীবের প্রেম সম্ভাষণ!


কিন্তু যদি আমার আত্মসন্মান
আহত হয়...
অপমান করে আমার স্বকীয় সত্ত্বাকে
সেদিন আমি বাঘিনীর মতো
গর্জে উঠি..
নয়তো উদ্যত ফনা নাগিনী আমি তখন
আমি নিেজকে শ্রদ্ধা করি খুব...
তুমি কি জানো?
যার আত্মসন্মান বোধ নেই সেজীবন্মৃত..