যা পাখি মুক্তি দিলাম তোকে
খুঁজে নে তোর আপন ঠিকানা।
মেঘ বালিকার সাথে খেলা করে
জিরিয়ে নে দুদন্ড...
যেখানে স্নান করে দেবাঙ্গনার দল-
তারপর চলে যা না আরও দূরে
পারিজাত কাননের মাঝে?
যেখানে অপেক্ষায় আছে তোর প্রিয়জন
উপোষী চঞ্চু মিলনে শুষে নিবি
মুক্তির পিপাসা...


আমার তো ডানা ছাঁটা হয়ে গেছে কবেই
মৃত্তিকার বন্ধনে বাঁধা আমি-
নেই ঘর নেই কোন বাসা
তোর সঙ্গে যে উড়ে যাবো
সে মুক্তির আশাও - দুরাশা.....