আঁধারের ঘোমটা খানি পরে
সন্ধ্যা নেমেছে মাটির পৃথিবীতে...
শুরু হয়েছে ঝিঁঝির ঐক্যতান
মাটির প্রদীপখানি জ্বেলে দিই...
কান পেতে শুনি দূরাগত প্রেমের আহ্বান।


ভাঙা দেউলের পাশে বসে
গান গায় বিরজা বোস্টমী
দেখাদাও বনমালী প্রাণসখা মোর...
সুরের মূর্ছনায় কেঁদে ওঠে মন
গান যেন বিরহের মূর্ত প্রতিচ্ছবি।


দেখা দেয় না প্রাণসখা বনমালী
আসো না তো তুমিও আমার?.
অধরা মাধুরী যেন আমাদের প্রেম...
বাতাসে মিলিয়ে যায় প্রেমের আহ্বান
আরও ঘন হয়ে আসে সন্ধ্যার আঁধার।