গয়না পরার বড় সখ ছিল মেয়েটার
বাবা টুলো পন্ডিত...
ছয় ভাইবোন-
পেটভরা খাবারই জুটতো না রোজ
গয়না তো স্বপ্ন বিলাস?
সস্তা পুঁতির মালা দুল পরে আয়নায়
বারবার দেখতো মেয়েটা...
কাজলকালো টানা দুটি চোখে
অম্লান খুশির চমক...
কষ্ট পেতো মা-বলতো-
ভালো ছেলের সাথে বিয়ে দেবো
সেই মেটাবে তোর সখ
খুশির ঢেউ উঠতো বুকের মাঝে তখন


গয়না পরার বড় সখ ছিল মেয়েটার....


মেয়েটার বিয়ে হয়ে গেল একদিন
গয়নারস্বপ্ন নিয়েগেল স্বামীর ঘর...
পোড়া কপালীর কি স্বপ্ন সফল হয়?
স্বামী বললো...
ভাত কাপড়ের অভাব হবে না কিন্তু
গয়না! সে তো বিলাসিতা?
গরীবের ঘরে বড্ড বেমানান....


গয়নার বড় সখ ছিল মেয়েটার...


মেয়েটা এখন বউথেকে মা হয়েছে
এখন সে ছেলেকে নিয়ে স্বপ্ন দ্যাখে
ছেলে বড় হয়ে বড় চাকরী করবে...
তখন ঠিক গয়না গড়িয়ে দেবে!


ছেলে বড় হল চাকরীও পেল
গয়নাও কিনে আনলো একদিন...
মায়ের চোখ চকচক করে ওঠে
কার জন্য এনেছিস খোকা?
খুব শিগগির আমি বিয়ে করছি মা
তোমার হবু বউমার গয়না...
আমি তো বাবার মতো
অক্ষম স্বামী হবো না মা তাই...


বোবা কান্নায় গয়নার সখ ধুয়েগেল মেয়েটার...
এখন তার হাতে দুটি শাঁখা বড় সখের
এ তার অলঙ্কার অহংকারও বটে...


গয়নার আর কোন সখ নেই মেয়েটার...