জীবন নিয়ে স্বপ্ন দেখার নেশা
কার না নেই...
জীবন তো স্বপ্নই?
কখনো ভাবি নদী হয়ে গেলে বেশ হতো
স্বচ্ছন্দে বইতাম বাধা বাঁধন হারা!
পরক্ষণেই ভাবি না না...
পাহাড় হলে কেমন হয়?
উঁহু পাহাড়ের নিস্তব্ধতায়
গা ছমছম করে
তবে কি সাগরের ঢেউয়ের মতো
উত্তাল জীবন?
না না ওই গর্জনে কোন
নান্দনিকতা নেই...
কেমন যেন গোঁয়ার


মোড় ঘুরে যায় স্বপ্নের...
চমকে উঠি বালিশ আঁকড়িয়ে ধরি
জীবনের দুঃখের ছবি গুলো ভিড়
করে আসে...
শুধু কি নিজের গল্প?
মা মাসি পিসি বন্ধুদের দুঃখের
গল্প মিলে মিশে গল্পের দুঃখ নদী
না না নদী হবো না আমি...


আমি বরং আকাশ হয়ে যাই
স্থির প্রশান্ত উদার...
আমাদের দুঃখগুলোউড়ে যাক
ওই অসীম ঔদার্য্যের বুকে
স্থির হয়ে বসে থাকুক আমাদের
স্বপ্নবৎ জীবন...