"আমি" "আমি" তে জ্বালিয়ে মলো
"আমি" তে বড় দুখ-
"আমি" ছেড়ে বেড়িয়ে এসো?
দেখবে কত সুখ।


ধন জন মান প্রতিপত্তি?
যত অনর্থ তত বিপত্তি!
এসব ছার নশ্বর জীবনে-
মানুষ অমর হয় কীর্তির কীর্ত্তনে।