সূর্যাস্ত দেখতে নিষেধ করতো মা
কোন সংস্কার থেকে বারণ করতো
জানি না.....
তবে আমি সূর্যাস্ত দেখি রোজ...


সূর্যাস্তের লাল আভায় রক্তিম
পশ্চিম আকাশের বুকে...
যখন খন্ড খন্ড ধোঁয়াটে মেঘগুলো
গুটি গুটি পায়ে হাঁটে-
আমার তখন মনে হয়
ওগুলো মেঘ নয়...
চিরদিন পড়ে পড়ে মার খাওয়া
ক্লান্ত ন্যুব্জ অসহায় মানুষের
নিঃশব্দ মিছিল...
সূর্যাস্তই এদের ললাট লিখন।


তবু এগিয়ে চলেছে ওরা
মেঘের আড়ালে মুখ ঢেকে
সূর্যোদয়ের আশায়...
কোনদিন এরাই হয়তো লিখবে
"মানুষ তন্ত্রের" সংবিধান....