কোথায় চলেছো তুমি মেঘাবতী
কোন অভিসারে?
রামধনু পাখা মেলে উড়ে চলেছো
মুখে চোখে বিদ্যুতের ছটা!
তোমার নীলবরন শাড়ির আঁচলে
সাদা মেঘের ফুলকারি কাজ.....
অশান্ত হাওয়ায় উড়ছে তোমার
বাদল মেঘের চুল...
সূর্যপ্রভা দিয়েছে আলোক ঢেলে


মেঘাবতী!
তুমি কি শুধু ভাসবে..
ভাসাবে না আমায়?
একবার বৃষ্টি হয়ে ঝরো না
আমার বুকে?
অনাদি কালের তৃষিত চাতক আমি....