যা বলতে পারো না তা লিখে রাখো
লিখলে নাকি কষ্ট কমে...
তাইতো আমিলিখতে থাকি
আমার একা থাকার কাহিনী
লিখি তোমার কথাও.?
গত বর্ষায় অনেক সেঁজুতি ফুল
দিয়ে আমায় সাজিয়েছিলে
যে গন্ধে বিভোর হয়ে আছি আজও
সেকথাও লিখেছি!
বুঁচি ঘোষানীর একমাত্র সম্বল দুধি
গাইটা মরে গেল....
ও এখন কি করে বাঁচবে?
লিখেছি তার কথাও
এখন আমার নতুন বন্ধু হয়েছে
টবের রকমারি ফুলগুলো
ব্যালকনিতে ঝুল খায় যে মৌটুসি
পাখিটা তার কাছে আজকাল
শিস দেওয়া শিখছি
এগুলো সব লিখেছি....


আজকাল আর ফোনকরি না কাউকে
বড্ড একঘেয়ে...
কথা বলি মেনি বিড়ালটার সাথে
কিছু তো ঘুষ দিতেই হয়
তবু লিখি তার কথা...


আজআবার লিখলাম,
গত শ্রাবনে আমি সবুজ শাড়ি
পরেছিলাম যে সন্ধ্যায়
তুমি প্রদীপের মৃদু আলোয়
আমার চোখে চোখ রেখে বলেছিলে?
আমার "শাঁওলী শাঁওন"
সব লিখেছি লিখছি...


শুধু লিখতে পারছি না
যেদিন বিনা রক্তপাতে আমার
হৃৎপিন্ডটা উপড়ে নিয়ে গিয়েছিলে
সেই কথাটাই?
লিখিনি লিখতে পারছি না.....
      ............................
শুক্লা সান্যাল  (৪/৬/১৫)