কালবোশেখীর তান্ডব আমি
            আমি শিকল ভাঙার গান....
ভাগ্যের দোহাই এ হার মানবো না
               আমি ভাগ্যের ভগবান।


আমি উত্তাল সাগরের বুকে
                     নির্ভীক  কান্ডারী....
প্রলয় নাচনে আমি মহাকাল
              আমিই সেই ত্রিপুরারি।


আমি বন্যার বুকে ভাসা শতদল
              আমি স্নিগ্ধ ঊষার দ্যূতি.....
    মুক্তির মুশায়েরা আমি
         আমি বিপ্লবের অমর জ্যোতি।


কাঠফাটা রোদে আমিই সে কিষাণ
              কারখানায়  আমি   মজদুর....
   সীমিত গন্ডী নয় আমার  ঠিকানা
               আমি  হাঁটবো  অনেক  দূর.।


       আমার ধর্ম মানব ধর্ম
                 আমি মানুষের কথা লিখি....
   বিভেদের গ্রন্থি করবো মোচন
                    এই আমার বিধিলিপি।
                           *****
শুক্লা সান্যাল (২২/৯/১৫)