প্রথম যখন বলেছিলে, “ ভালোবাসি ”;
আমার আজন্ম ধূসর আকাশ চিনেছিল, রামধনুর সাত রঙ,
পাখির বুকের ওমের মতো নরম রোদ,
ঘর বেঁধেছিলো, আমার চিলেকোঠার কোণে...
প্রথম যখন বলেছিলে, “ ভালোবাসি ”;
ভিনদেশি মেঘ,সারা বেলা জল আলপনা এঁকেছিল  আমার জানলা কাঁচে...
যুদ্ধকালীন তৎপরতায় জোনাকিরা গল্প বুনেছিল, রাতের আনাচেকানাচে....
প্রথম যখন বলেছিলে “ ভালোবাসি ”;
মন জেনেছিল মান ভাঙানোর দায়,
মন জেনেছিল প্রতি কালবৈশাখী শেষে,
এক পশলা বৃষ্টি নামার অভিপ্রায়..
প্রথম যখন বলেছিলে, “ ভালোবাসি ”;
মন জেনেছিল,ভালোথাকার চেয়ে ভালোরাখার সুখই বেশি,
যাযাবর মন ঘর বেঁধেছিল,তুমি হৃদয়ের প্রতিবেশী...."