ভালোথেকো, প্রতিটি দীর্ঘ নিকষ আঁধার রাতে,
সূর্যের অপেক্ষারত আকাশের মতো,ভালোথেকো;
ভালোথেকো আমি বিহীন প্রতিটা ভোরের আলিঙ্গনে,
মন কেমনের পরদা ওড়া অলস দুপুরগুলোয়,
অগোছালো বইয়ের তাকে রাখা, উপহারের বইয়ের মতো, অনেকটা ভালোথেকো..
ভালোথেকো ঝরে পড়া বকুলের ঘ্রাণে,
ভালোথেকো শেষ ট্রেনের প্রতীক্ষায় থাকা স্টেশনে,
সাজানো রোজনামচাতে,
আমি মাখা বাসি অভ্যেস ফেলে ডাস্টবিনে,খুব ভালোথেকো..
যেদিনে মেঘ জমে থাকে কার্নিসে,
যেদিন মনখারাপী গজল হাওয়াতে থাকে মিশে,
যখন অমৃতে না, ভালোবাসা বাড়ে বিষে বিষে,
সেইসব অভিমানী দিনে,পারলে ভালোথেকো..
আমাদের বিচ্ছেদে ব্যবধানে,
পাওয়া না পাওয়ার অভিধানে,
আয়নায় জমে থাকা অভিমানে,
শুনছ please ভালোথেকো....
ভালোথাকা আসলে অভিধানিক,
ভালোথাকা যায় এত সহজে?
তোমায় বলা প্রতিটা 'ভালোথেকো' মাঝে
মন নিজের 'খারাপ থাকার' বাহানাই খোঁজে...