অস্তরাগের শেষ বেলায় ,
সূর্য বিদায়ী রঙ ছড়ায় পশ্চিম আকাশে ,
ব্যস্ততা ছুটি নিয়ে নেয় ,
মুহূর্ত স্মৃতিতে ধরা দেয় অবকাশে ...
কিছু তারা এমনিই খসে যায় ,
কিছু আলোকিত করে যায় পথ ,
বহু কাজ বাকী থেকে গেল -
তবু তৈরী বিদায় রাজরথ ...
দাঁড়িয়ে জীবন আঙিনায় ,
চৌকাঠ পেরোলেই সবটুকু স্মৃতি ,
সময় বহতা নিজ - তালে ,
বয়ে চলাটাই জীবনের রীতি ....
শুরুটা ছিল যত ভালো ,
শেষটাও হয় যেন বেশ ,
যা কিছু মন্দ , পেছনে পরে থাক ;
সাথে থাক ভালোলাগার আবেশ ...
সব শেষে শেষ হয়ে যায় কি ?
না হেঁটেও যায় পথ চলা !
যা ছিলো থাকবে চিরদিন ই ,
তাই শেষে শুধু ভালোথেকো বলা ......