তোর নামে বসন্ত চিরস্থায়ী ,
গ্রীষ্মের দাবদাহ যখন পুরো শহরে ,
তখন তোর নামেই বৃষ্টি নামে আমার শরীর জুড়ে ...
তোর হাসিতে শিউলি ঝরে , কাশফুল ফোটে ,
মায়ের অকালবোধন হয় আমার হৃদয়ে ...
তোর ওপর অভিমান হলে - শীতের কুয়াশা ঘেরে মন ,
ভর করে চোখের পাতায় ;
আবার তুই কাছে এলেই -
একমুঠো গুড়ো সোনালী রোদ ছড়ায় মনের ধানক্ষেতে ...
আলগোছে তোর আঙুল যখন আমায় ছোঁয় ,
লক্ষ প্রজাপতি ঘিরে ধরে আমার চারপাশ ,
আকাশে পূর্বরাগের রং ছড়ায় কৃষ্ণচূড়া ......
তোকে ঘিরেই আমার মুহূর্তরা গল্পবোনে ,
মন ৠতুবদলায় তোর ইশারায় ...
তোর চোখের দিকে তাকিয়ে থাকতে পারি এক যুগ ;
এক জন্ম যদি কম হয় - আমার পুনর্জন্ম হোক তোর দৃষ্টিতে ....