ঠিক এভাবেই সময়ের চাকা ঘুরে,
পার হবে পথ জীবনের, মাইল কিম্বা ক্রোশে,
বদলে যাবে দিন ক্ষন ক্যালেন্ডারে,
আমাদের স্মৃতি ধুলো মাখামাখি, এই সময়ের দোষে...
বদলাবে মুখ ,বদলাবে খুব চেনা সুখও,
আঘাতেও জল আসবেনা চোখে এমন,
বদলাবে তোমার এই আমায় চাওয়া বুকও
বদলানোই রীতি সময় বদলে যায় ঠিক যেমন ...
একদিনও না দেখে দমবন্ধ যে দুটি মানুষ,
বেশ বেঁচে থাকবে তারা দুজনেই দুজনকে না দেখে,
দিন বদলে যাবে সপ্তাহে মাসে অথবা বহু বছরে,
সময় হলে সবাই ঠিক একলা বাঁচতে শেখে...
তবু যা ছিল তা কি সব চলে যায়, যাওয়ার রীতি বলে?
হঠাৎ ফেরে না জল হয়ে চোখে,ধুলো ঢুকবার ছলে?
মনকেমনের মাঝরাতগুলো ফেরায় না বুঝি তাকে?
যার নামে চিঠি আজও লুকোনো পুরানো বইয়ের ফাঁকে...?
আসলে যা ছিলো সবই থেকে যায় যত্নে বা আলগোছে,
সেসব গল্প হাসি চাপা থাক অলক্ষ্যে চোখ মুছে...