মাতৃভ্রূণেই যে কন্যাদের হত্যা করা হয়,
সেই ভাগ্যহীনাদের আত্মা চিৎকার
করে বলছে--
"আজ নাকি নারীদিবস!"
লাঞ্ছিতা-নির্যাতিতা-ধর্ষিতা মেয়েদের
ককিয়ে ওঠা কান্না বলছে---
"আজ নাকি নারীদিবস!"
এসিডে ঝলসে যাওয়া মেয়েটার
বিকৃত চেহারা বিদ্রুপ করে বলছে---
"আজ নাকি নারীদিবস!"
পণের আগুনে দগ্ধে দগ্ধে মরেছে যে বধূ,
লাশকাটা ঘরে তার অতৃপ্ত স্বপ্নগুলো
অট্টহাসি হেসে বলছে---
"আজ নাকি নারীদিবস!"
পাচার হয়ে যাওয়া দরিদ্র মেয়েটার
অসহায় দুটো চোখ বলছে---
"আজ নাকি নারীদিবস!"
নাবালিকা গৃহ-পরিচারিকার হারিয়ে
যাওয়া শৈশব বলছে---
"আজ নাকি নারীদিবস!"
বৃদ্ধাশ্রমে সন্তানের পথ চেয়ে থাকা
মায়ের দীর্ঘশ্বাস বলছে---
"আজ নাকি নারীদিবস!"


(যতদিন "নারীদিবস" পালনের প্রয়োজন থাকবে, ততদিন নারী তার প্রাপ্য মর্যাদা থেকে বঞ্চিত থাকবে।)
-------------------------------------
✍️সুলেখা রায়।(কলকাতা)