যেদিন আমি প্রথম পৃথিবীর আলো দেখলাম, সেদিনটা ছিল আমার কাছে মাতৃ-দিবস।
যেদিন প্রথম 'মা' বলে ডাকতে শিখলাম, সেদিন ছিল আমার মাতৃ-দিবস।
যেদিন মা-এর দশটা আঙুল ধরে দু-পায়ে ভর দিতে শিখলাম... সেইদিন ছিল আমার মাতৃ-দিবস।
যেদিন মা-এর হাত ধরে প্রথম স্কুলে গেলাম,
সেদিনটা ছিল আমার মাতৃ-দিবস।
যেদিন মা-এর বকুনি, শাসন, আদরের মানে বুঝতে শিখলাম... সেদিন ছিল আমার মাতৃ-দিবস।
আমার যন্ত্রণায় মা-কে যেদিন কাতর হতে দেখলাম... সেদিন ছিল আমার মাতৃ-দিবস।
চরম দুঃখ-কষ্টের মধ্যেও যেদিন মা-এর মুখে হাসি দেখেছিলাম... সেদিন ছিল আমার মাতৃ দিবস।
আমার সাফল্যে যেদিন মা-এর চোখে আনন্দাশ্রু দেখেছি... সেই দিনটা ছিল আমার মাতৃ-দিবস।


কান টানলে যেমন পাই মাথাটাকে...
তেমনি আমার সঙ্গে আমার মা-এর ছায়া থাকে।
সূর্যের মতো আমার মা পোড়ে!
তারই  উত্তাপে আমার ডানা- দুটো ওড়ে!
জীবনের পরতে পরতে অনুভব করি মা-এর স্নেহমাখা উষ্ণ পরশ...
তাই আলাদা করে কেন মাতৃ-দিবস ?
.....................................................
✍️সুলেখা রায়।(কলকাতা)