বিশ্ব কাঁপালো এক অদৃশ্য ভাইরাস
কোটি-কোটি মানুষের তুলেছে নাভিশ্বাস!
শিং নেই দাঁত নেই... নেই তার চোখ লাল,
তবু করে ফোঁসফোঁস নিয়ে ঢাল তরোয়াল!


মহামারী সন্ত্রাসে আজ সারা বিশ্ব
দুর্দিন দুর্যোগে মানুষেরা নিঃস্ব!
নেই পূজা প্রার্থনা মন্দিরে গির্জায়
একা জাগে ঈশ্বর, ভক্তের দেখা নাই।


নাম তার কোরোনা, বিদেশিনী ভাইরাস
চারিদিকে ত্রাহি ত্রাহি দেশজুড়ে মহাত্রাস!
যেদিকে তাকাই দেখি ভাইরাস-ভূত!
এই বুঝি থাবা মারে, করি খুঁতখুঁত।


লকডাউন বিভীষিখা স্তব্ধ জীবন
গৃহকোনে বন্দি আর কতক্ষন!!
বন্ধু-স্বজন সাথে নেই কারো দেখা
সমাজবদ্ধ জীব আজ বড় একা!!


একটু শান্তি-সুখ কোথায় পরিত্রাণ!
এত ডাকি তবু সারা দেন না যে ভগবান!
এইবারে দয়া করো, ক্ষমা করো "কোরোনা"
অবুঝ অধমেদের দোষত্রুটি ধরো না!!
------------------------------------
✍️সুলেখা রায়।(কলকাতা)
★সকলের সুস্থতা কামনা করি🙏