আকাশের কোলে মেঘেরা পেয়েছে
নিশ্চিন্ত আশ্রয়...
বৃষ্টি হয়ে ঝরে পরতে
ভীষন রকম ভয়!
সেই তো আবার ফিরে গিয়ে
নদীর বুকেই বাস...
রক্তচক্ষু সূর্যটা তার
চিরদিনের ত্রাস!
গ্রীষ্মের ভীষণ তেজে
জ্বলে পুড়ে ছাই...
জ্বালা জুড়োতে সেইতো আবার
আকাশের বুকে ঠাঁই।
পৃথিবীতে অনেক বাধা,
সহজ তো নয় পথ...
বৃষ্টি নামের মেয়েরা কি
এখানে নিরাপদ??
----------------------------
✍️সুলেখা রায়।(ভারতবর্ষ)