বাঁশ বাগানের মাথার উপর
চাঁদের মুখ ভার....
জ্যোৎস্না দিদি আগের মতো
হাসে না তো আর!


শোলক বলা কাজলা দিদি
হারিয়ে গেল কোথায় ?
আর বুঝি তার খোঁজ করে না
ছোট্ট সোনা ভাই!


চাঁদের হাসির বাঁধ ভেঙে আর
কেউ যায় না বনে....
চাঁদমামা তাই চুপটি বসে
একলা ঘরের কোণে।


চাঁদের হাসি হারিয়ে গেছে
হ্যালোজেনের আলোয়...
ফারাক খুঁজি চাঁদনী রাত আর
অমানিশার কালোয়।


খোকা-খুকু ব্যস্ত ভীষণ
চাঁদের সাথে আড়ি!
চাঁদের দেশের মিষ্টি পরী
মান করেছে ভারী!!
------------------------
✍️সুলেখা রায়।(কলকাতা)