দাদুর মাথায় ভূত চেপেছে
ডিভোর্স দেবেন ঠাম্মাকে!
পাড়া জুড়ে জোর গুঞ্জন
কেন্দ্র করে গুজবটাকে।
বঙ্কা বলে গুজব নয় গো,
এক্কেবারে সত্যি!
নিজের কানেই শুনে এলুম
ভুল নেই একরত্তি!!


সবাই বলে ছি ছি!ছি ছি!
একি দূর্মতি!
বুড়োর আবার এই বয়সে
এমন ভীমরতি!!
পাড়া পড়শীর ঘুম ছুটছে
ভাবনা কিন্তু একটাই...
দাদুর এমন সিদ্ধান্তের
কারণ জানা চাই।


আত্মীয় আর বন্ধু-স্বজন
যতই দেন এডভাইস....
দাদু ততই রেগে বলেন...
নো! নেভার কম্প্রোমাইজ!
ডিভোর্সের মামলা ঠুকে
হাইকোর্টে যাবোই...
রাখছি আশা এবার আমি
সঠিক বিচার পাবোই!


জজ সাহেব রায় দিলেন...
আসুন মধ্যস্থতায়,
দিন কয়েক বেড়িয়ে আসুন
পুরী কিংবা দীঘায়।
সলাজ হেসে ঠাম্মা বলেন...
বাছা, কি যে বলো!
কত্তার এমন মাথার ব্যামো
মোট ১৮বার হলো!😄
......................................................
✍️সুলেখা রায়।(কলকাতা)