দ্যাখো দ্যাখো ভোটের খেল
ইস্তেহারের চৈত্র-সেল!
আম জনতার চিন্তা কি!
ভোটটা দিলে সবই ফ্রি।
দেশপ্রেমের যাত্রাপালায়
কেউ নেতা কেউ অভি+
সংলাপ আর অপলাপের
সবাক চলচ্ছবি!
বেকার যুবা কর্ম খোঁজে
গরীব খোঁজে ভাত...
অর্ধাহারে কাটে দিন
অনাহারেই রাত।
রুগ্ন শিশু পায়না দুধ
মায়ের শুকনো বুকে...
অপুষ্টিতে হাজার শিশু
মরছে ধুঁকে ধুঁকে।
ভোটের পড়ব এলো বলে
ঐ গরীবের দোরে...
নেতা-হোতা-দেবতাদের
চরণধূলি পড়ে।
মাটির ধূলায় নাঙ্গা-ভুখা
ঐ যে গরীবখানায়...
সিংহাসনের আসন ছেড়ে
এলেন রাজামশাই।
করজোড়ে বলেন হেসে,
ভক্তগনে ভালোবেসে
ভোটটা যদি দাও....
চুঁইয়ে পড়া দয়ার দানে
উপরি পাবে ফাউ।
-------------------------------
✍️সুলেখা রায়।(কলকাতা)