কোন সে দেশে হিংসা বিবাদ
সকল দেশের চাইতে প্রবল,
কোন সে দেশে ইটের ভাটায়
খাটছে শিশু-শ্রমিক দল?
কোন সে দেশে পথের ধারে
দীন-ভিখারী ভিক্ষা চায়,
অনাহার ও অর্ধাহারে
লক্ষ মানুষ অসহায়?
অন্নদাতা চাষী কোথায়
অন্ন বিনা সইছে ক্লেশ,
মজুতদারের গোলায় ভরা
শস্য পচে হচ্ছে শেষ?
কোন সে দেশে 'প্রজাতন্ত্র'
উৎসবেরই একটি দিন,
ফ্যাসিবাদী রক্তচোখে
গণতন্ত্র অর্থহীন!
শতকোটি ভারতবাসী
এরই মাঝেই আছি বেশ...
এই আমাদের ভারতবর্ষ
আমাদেরই মহান দেশ!
---------------------------------------
✍️সুলেখা রায়।(কলকাতা)