ওরা ফুড ডেলিভারি বয়।
ওদের পরনে লেখা...
'জোমাটো'(Zomato),'সুইগি'(swiggy)
কিংবা 'উবের ইটস'(Uber eats)
ওরা ছুটে চলে সেই সেকালের
রানারের মতোই।


সেকালের রানারের পিঠে থাকত
খবরের বোঝা।
একালের রানার বয়ে নিয়ে যায়
খাবারের বোঝা।
সেকালের রানার ঝুমঝুম ঘন্টা বাজিয়ে
মাঠ-ঘাট-প্রান্তর পেড়িয়ে
ছুটে যেত রাতের অন্ধকারে।
একালের রানার মোটর-বাইকে সওয়ার হয়ে
আভিজাত শহরের রাজপথ-অলিগলি পেড়িয়ে
উর্ধশ্বাসে ছোটে প্রানের মায়া ছেড়ে।


আধুনিক সভ্যতার প্রতীক ওরা
ফুড ডেলিভারি বয়।
হরেক স্বাদের খাবার পিঠে
তবু খাবার জন্য নয়।
বেকারত্বের লড়াই ওদের
ঘরে-ঘরে পৌঁছে যাওয়া,
পিঠেতে খাবারের বোঝা;
তবু সে খাবার যাবে না ছোঁওয়া।        
----------------------------------
✍️সুলেখা রায়।(কলকাতা/ভারত)