দুঃখের পরে সুখ
মন্দের পরে ভালো...
রাতের আঁধার কাটলে পরেই
দিনে রবির আলো।
হতাশার পর আশা জাগে
বিরহ আনে মিলন....
গ্রীষ্মের দহন শেষে
ঝরে আষাঢ় - শ্রাবণ।।
পৌষ-মাঘের কঠিন শীতে
হিমেল রুক্ষ হওয়া...
শীত পেড়িয়ে ফাগুন বনে
বসন্তের ছোঁওয়া।
মন খারাপের মেঘে যেমন
একটু খুশির ঝলক....
বুকের পাথর গলে কখন
চলকে ওঠে পলক!!
এরই নাম তো বেঁচে থাকা
এই তো জীবন ছন্দ...
বিষাদ-ব্যথার ফাঁকে-ফাঁকে
ঝিলিক দেয় আনন্দ।
----------------------------
✍️সুলেখা রায়।(কলকাতা)