অতর্কিতে দুঃসময়
নিত্য জীবন-শমন!
অজানা কোন আশঙ্কাতে
আঁতকে ওঠে মন।


আসুক তুফান,আসুক বান!
পুড়ুক অনলে...
ছন্দে বাঁধা আপন তালে
জীবন তবু চলে!


আসুক যতই বিঘ্ন বাধা...
নিত্য নতুন কৌশলে...
প্রবাহিনী নদীর মতো
জীবন তবু চলে।


মন্দ-ভালোর এই দুনিয়ার
দ্বন্দ্ব - দোলাচলে....
ভয়-ভাবনা দূরে ঠেলে
জীবন তবু চলে।


সুর থেমে যায় যাক
তাল কেটে যায় যাক...
মৃত্যু হানা দিক বার-বার!
বেপরোয়া জীবন তবু চলে
নির্ভীক--নির্বিকার!!
-------------------------
✍️সুলেখা রায়।(কলকাতা)