শরতের আঙিনায়
অনাহুতা বর্ষা...
ঝুপঝাপ বৃষ্টিতে
ছাতাটুকু ভরসা।


শরৎ আকাশে নেই
পুজো পুজো গন্ধ...
আগমনী গানে সুর
হারিয়েছে ছন্দ।


শরতের সোনা রোদ
কালি-ঝুলি মাখলো...
কালো মেঘ লজ্জায়
মুখখানা ঢাকলো।


পদ্ম-দীঘিতে নেই
ভ্রমরের গুঞ্জন...
শিউলির মুখ ভার
আনমনা কাশবন ।


জলে ভেজা শরতের
পথঘাট পিচ্ছল...
শহর শহরতলি
ডোবা জলে টলমল।


জমা জলে পা ফেলো
অতি সাবধানে...
ওৎ পেতে যমদূত(বিদ্যুৎ)
কোথায় তা কে জানে!!
-----------------------------
✍️সুলেখা রায়।(কলকাতা/ভারত)