আজকাল কেউ আর কবিতা পড়ে না,
ছড়া গল্পের বই কেউ হাতে ধরে না!
স্মার্ট-ফোন হাতে নিয়ে ব্যস্ত সবাই...
'বই' ছেড়ে 'ই-বুক' হাঁতরে বেড়ায়!
ছোটরা যে চাপা পরে বই এর ভারে...
ছুটি পেলে গেম খেলে কম্পিউটারে।
আছে তার নাচ-গান, ক্রিকেট, সাঁতার
আধুনিক ছেলে-মেয়ে অলরাউন্ডার।
বড়রাও মজে আছে যুগের তালে.....
ছুটি অবসরে মাতে টি. ভি. সিরিয়ালে।
সিনেমা আড্ডা পার্টি রকমারি.....
বই-এর সাথেই শুধু সবার আড়ি!
তবে ওরা বই কেনে 'বই মেলা' এসে....
যত্নে সাজিয়ে রাখে দামি শোকেসে।
................................................
✍️সুলেখা রায়।(কলকাতা)