হাইরাইজের পতাকা উড়ছে শহরজুড়ে,
বস্তির সস্তা জীবন ছাই হয়ে যাচ্ছে পুড়ে!
ঝুপড়িতে ভয়াবহ আগুন!
খবরে পড়েছে হৈচৈ....
ভস্মের স্তূপে মাধ্যমিক পরীক্ষার্থী
হাতরায় খাতা-বই।
পরনের কাপড়টা আছে কারো,
কারো গেছে সর্বস্ব!
জীবনবীমার কাগজটুকু বাঁচিয়েছে কেউ,
কেউ স্বজনহারা--নিঃস্ব!!
কনকনে শীতে মাথার ওপর খোলা আকাশ!
কারো ঘরে পৌষ এলো,কারো হলো সর্বনাশ!
মিডিয়ার আনাগোনা, কানাঘুষো ফিসফাস!
নেতা-মন্ত্রী দিয়ে যান সরকারি আশ্বাস।
প্রশ্নটা উহ্য......
"কে পোড়ালো ওদের ? কে দিল আগুন ?"
নাকি স্রেফ একটা অঘটন ?
সেসব এখন তদন্ত-সাপেক্ষ বিষয়...
ক্ষতিপূরণ পাবে তারা,
হতভাগ্য যারা ঘরছাড়া নিরাশ্রয়।
---------------------------------------
✍️সুলেখা রায়।(কলকাতা)