করোনা বন্ধু করোনা সখা
চলার পথের সাথী....
করোনার সাথে হাত ধরে হাতে
কাটছে দিবস-রাতি।
করোনা জীবন করোনা মরণ
করোনা ভাগ্য-জুড়ে....
করোনা দেবীর বন্দনা-গান
বাজছে হৃদয়পুরে।


মৃত্যুভয়ে ম্রিয়মান হয়ে
মরার আগেই মরব না...
লড়াই বিনা করোনার কাছে
বশ্যতা স্বীকার করব না।
করোনা আমার করোনা তোমার
ইহকাল পরকাল....
করোনা ধ্যান করোনা জ্ঞান
নিত্য সন্ধ্যা সকাল।


রাজার ঘরে প্রজার ঘরে
চালচুলোহীন বস্তিতে....
করোনার এনেছে সাম্যবাদ
কেউ নেই তবু স্বস্তিতে।
করোনা দেখালো দুর্নীতি কত
হাতে ধরে দিল শিক্ষা....
ভ্যাকসিন থেকে স্যানিটাইজিংয়ে
দিয়ে দিল গুরুদীক্ষা।


করোনা বোঝালো ভারত-জননী
কতখানি অসহায়....
পেটের দায়ে লক্ষ মানুষ
পরিযায়ী হয়ে যায়!
মাইলের পর মাইল হেঁটে চলে
নিয়তির পরিহাসে...
খামখেয়ালির লকডাউনে
চরম সর্বনাশে।


নগ্নপায়ে রক্ত ঝরে
তেষ্টায় ফাটে বুক....
ক্ষুধায় কাতর তবু পথ চলে
অসহায় কত মুখ!
পথেই জন্ম পথেই মৃত্যু
রেলের চাকায় পিষ্ট...
মহান দেশে জন্ম তবু
এমনই অদৃষ্ট।


ক্লান্ত পথে কাতর প্রসূতি
প্রসব বেদনায়....
করোনা দিয়েছে কষিয়ে চাবুক
রাষ্ট্রের চেতনায়!!
তবুও রাষ্ট্র-চেতনা জাগে
বিবেকে লাগে কি ঘা!
ভারত মায়ের শবদেহ ঢেকে
দিয়েছে তেরাঙ্গা।


অবুঝ শিশু ডাকছে মাকে
'মা--মাগো--মা!'
মা গিয়েছে চিরঘুমে তার
আর তো জাগবে না!
করোনা দেখালো কুম্ভীরাশ্রু
বেদনাহত শোকের....
জনদরদী জননেতাদের
সানগ্লাস পড়া চোখে।


করোনা আজ করোনা কাল
করোনা ভবিষ্যৎ...
রেখো না মনে করোনা ভয়
রাখো বুকে হিম্মত।
করোনা যুদ্ধ বিশ্ব-শুদ্ধ
শত্রু-পক্ষ ভাইরাস...
মন্দ হোক তবু সে ভালো
রক্তহীন সন্ত্রাস।
-----------------------------------
✍️সুলেখা রায়।(কলকাতা/ভারত)