আন্দোলনের ঝড় উঠেছে, বাংলা ভাগ হবে!
দোহাই তোদের এমন খেলা বন্ধ করে দে।


ভাগাভাগি আর ভাঙ্গাভাঙ্গির উন্মত্ত নেশায়
বিদ্বেষের বহ্নি-শিখায় হারিয়ে ফেলিস দিশা!


কেন তোরা অবুঝ এত, এমন ছেলেমানুষ!
পান থেকে চুন খসলেই হারিয়ে ফেলিস হুঁশ!


সভ্য দেশের সভ্য হয়ে সভ্যতাকে খুন করিস,
শিশুর মতন যখন তখন হাত-পা ছুড়ে বায়না ধরিস!


ভেঙে ভেঙে বলতো কত টুকরো হলো দেশ!
আর কতকাল চলবে এসব, কোথায় এর শেষ?


কথায় কথায় অস্থিরতা হিংসা গোলাগুলি ...
বোঝাপড়ার বালাই ছেড়ে করিস চুলোচুলি!


আজকে যারা শিশু কিশোর, ভাবী নাগরিক
কেমন করে শিখবে তারা কোনটা সঠিক বেঠিক!!
...................................................
✍️সুলেখা রায়।(ভারতবর্ষ)