জীবন জুড়ে সমস্যা
তারই মাঝে অতিমারী!
পূর্ণ বা আংশিক
লকডাউন হলো জারি!
লকডাউনের মন্দ-ভালো
চর্চা না হয় থাক....
কারো মজা কারো সাজা
এইটুকু যা ফারাক।
কেউ আছে ডালে-ভাতে
কেউ নুন-পান্তায়....
নুনটুকু আছে কারো
চালের দানাও নাই।
রকমারি খানা কারো
চর্ব্য ও চস্যে.....
শুয়ে বসে দিনরাত
কাটায় আলস্যে।
খানা সাথে আছে কারো
পিনা-র বাহার...
খাদ্য-পানীয় যোগে
জমছে আহার।
ঐ যারা বারোমাস
দিন আনে দিন খায়...
লকডাউন অভিশাপে
ডুবে মরে চিন্তায়।
লকডাউন কারো কারো
শাপে হয় বর...
কারো দেখো অনাহারে
কাটছে প্রহর।
বন্যা বা খরা হোক
মহামারী দুর্যোগ...
গরীবের ভাগে যত
দুর্দিন দুর্ভোগ।
কেউ পায় ঘরে বসে
পুরো মাস মাইনে...
কেউ যায় ভুখাপেটে
রেশনের লাইনে।
কষ্টটা আছে তবু
নেই কোনো অভিযোগ!
অভ্যাসে কেটে যায়
কঠিন দুঃখ-শোক!
-------------------------
✍️সুলেখা রায়।(কলকাতা)