রেস্টুরেন্টে খাওনা যতই
কালিয়া--কোপ্তা--কাবাব
মায়ের হাতের তৈরী খাবার
স্বাদে--গন্ধে লাজবাব।


ডালে ভাতে সেদ্ধ আলু
সঙ্গে খানিক ঘৃত....
মায়ের হাতের এমনি জাদু
ঠিক যেন অমৃত।


যতই থাকো আরাম করে
বাতানুকূল ঘরে....
মায়ের হাতের তাল-পাখাটা
বড্ড মনে পড়ে।


হোক না যতই সুখ-শয্যা
নরম মখমল....
তবু আজো খুঁজে বেড়াই
আমার মায়ের কোল।


হওনা যতই বড় মানুষ
যতই জ্ঞানী-গুণী....
মনে পড়ে আদর-মাখা
মায়ের বকুনি।


জীবন যখন দিশেহারা
দুঃখ আসে ঘিরে....
মায়ের স্মৃতি জাগায় আশা
সাহসটুকু ফিরে।
-----------------------------
✍️সুলেখা রায়।(ভারত)