লোকালয়ে বাঘের হানা
শহরে গ্রামে ত্রাস....
ঝোপের আড়ালে পড়েছিল ঐ
নিখোঁজ মেয়েটার লাশ।
দাঁত আর নখে খুবলানো দেহ,
রক্তাক্ত ছিন্ন-ভিন্ন!
শরীর জুড়ে হিংস্র পশুর
নৃশংসতার চিহ্ন!!


পথভোলা বাঘ পায়নি রেহাই,
মানুষের আদালতে...
হিংস্রতার যোগ্য সাজা
পেয়ে গেছে হাতেনাতে।
শত মানুষের ক্ষোভের আগুনে
নিরীহ সেই বন্য...
নির্বিচারে প্রহারে প্রহারে
পেয়েছে মৃত্যুদন্ড।


মৃত মেয়েটার ময়নাতদন্তে
মিলেছে তথ্য প্রমান...
পশুর মতো তীক্ষ্ণ থাবায়
মানুষই সেই শয়তান!!
আধুনিকতার সংস্পর্শে
মানুষ অতিশয় সভ্য...
সভ্য সমাজে ন্যায়ের বিচার
নয়তো সহজলভ্য।


এই কি তবে সেই মানুষ,
"মানুষ" বলি যাকে...
এরা যদি হয় মানুষ, তবে
"মানুষ" বলবো কাকে ??
---------------------------
✍️সুলেখা রায়।(কলকাতা)