বাংলা ভাষার মুখে দিয়ে চুনকালি
আপনাকে বলি আমি বাঙালী।
বাঙালীর ঘরে বাংলাভাষা
উপেক্ষিত অচল...
মেধার সাথে বুদ্ধি যোগে
ইংরাজিতে চায় দখল।
আমি বাঙালী হয়ে বাংলাকে ভুলে
ইংরাজি গুলে খাই..
জ্ঞানে-অজ্ঞানে বড়ই হেলায়
বাংলা মাকে কাঁদাই।
জল-স্থল অন্তরীক্ষে
বাংলা মায়ের ঘ্রাণ...
ভোরের কাক - দোয়েল - কোয়েল
গায় না কি আজো গান ?
বাঙালী তবু এতই অবুঝ
এমনই বিবেকহারা!
শিশুর পুষ্টি হয় কি কখনো
মাতৃদুগ্ধ ছাড়া ??
মাতৃভাষা ধাত্রীসমা
দয়ার পাত্রী নয়....
তবু পরকে আপন করি আমরা
আপনাকে ভুলে রই।
বাংলা ভাষার মুখে দিয়ে চুনকালি
গর্বিত হয়ে তবু বলি, আমি বাঙালী!!
---------------------------------
✍️সুলেখা রায়।(কলকাতা)