ভালো নেই, মেয়েরা কেউ ভালো নেই।
ভাবতে লজ্জা হয়...
আমরা বাস করি এই ঘূন ধরা সমাজেই!!
আজও মেয়েরা পণের বলি
হয়ে যায় বারে বারে!
একুশ শতকেও আমরা রয়েছি
মধ্যযুগের অন্ধকারে!!
পণের দাবিতে ঘরে ঘরে আজো
বধূ হত্যা চলছে...
স্বামীর চিতায় সতী হতে নয়...
ঘরের আগুনে জ্বলছে!!


পণের জন্য হাত পাতে যারা,
হীন তাদের পরিচয়...
জামাই কিনতে পণ দেয় যারা
তারাও কি দোষী নয়??


মেয়েরা কবে বাঁচতে শিখবে আত্মসম্মান নিয়ে..
পণ ভিখিরীদের শিক্ষা দেবে যোগ্য জবাব দিয়ে!!
শরৎ চন্দ্রের নিরুপমা ছিল নিতান্ত অসহায়...
সে তো শিক্ষার আলো দেখেনি।
আজকের নিরুপমা উচ্চ-শিক্ষিতা
তবু প্রতিবাদ করতে শেখেনি!!


ওরে মেয়ে মুখ বুজে আর সইবি কত!
তিলে তিলে কত জ্বলবি!
ন্যায়ের জন্য নিজের কথা কবে
মুখ ফুটে তুই বলবি?
বুকের ধন কন্যারা কত
তিলে-তিলে হবে শেষ!
এই কি আমাদের বিদ্যাসাগর,
রামমোহনের দেশ??
..............................................
✍️সুলেখা রায়।(কলকাতা)