নামে কিবা আসে যায়
মন্দ না ভালো তাই!
মানুষ সে,
মানুষের পরিচয় একটাই।
নামে কী চেনা যায়
সাধু নাকি তস্কর...?
নাম দিয়ে মানুষকে চেনা ভারী দুষ্কর।
নয় নাম পদবি
নয় জাতি ধর্মে...
নয় কালো ফর্সায়
নয় সাদা চর্মে।
মানুষের পরিচয় তার কৃতকর্মে।
----------------------------
✍️সুলেখা রায়।(কলকাতা/ভারত)