নারীদিবসে গাইবে সবাই
নারীর বন্দনা গান...
নারীদিবস কি পারবে দিতে
নারীর যোগ্য মান ?
একুশ শতকে এগিয়ে নারী
পুরুষের সাথে সাথে...
জল-স্থল-অন্তরীক্ষে
জয়ধ্বজা হাতে।
লাঞ্ছনা তবু ঘরে-বাইরে
নিত্য নির্যাতিতা...
পণের আগুনে পুড়ছে নারী
আট--আশি ধর্ষিতা!


পৃথিবীর আলো দেখার আগেই
মরছে কন্যাভ্রূণ....
নৃশংসতার শিকার কত
গৃহবধূ হয় খুন!
কে কন্যা কে মাতা
কে ভগিনী তুল্য...
লালসার লুব্ধ চোখে
নেই তার কোনো মূল্য।
যে মেয়েটা নিখোঁজ হয়ে
লাশ হয়ে ঘরে ফেরে...
অসহায় মা বিচার চায়
আইনের দোরে দোরে।
বিচারের বাণী শত পাকে বাঁধা
বিচারের ধারাগোলে....
আইনের ফাঁকে সাতখুন মাফ
ছলে-বলে-কৌশলে।
আজো নারী অনাদৃতা
অনাহুতা মাতৃক্রোড়ে!
বিক্রিজাত পণ্য নারী
বিপন্ন ঘরে ঘরে।


প্রতিনিয়ত লুন্ঠিত কেন
নারীজাতির লাজ ?
নারীকে নারীর মর্যাদা কেন
দিতে পারে না সমাজ ??
আর কতকাল বইবে নারী
নারীজন্মের ঋণ ?
পুরুষতন্ত্রের পুতুল হয়ে
বাঁচবে কতদিন ??
একটি দিনের "নারীদিবস"
নারীর জয়গান....
নারীদিবস কি ফেরাবে নারীর
প্রাপ্য সম্মান ???
----------------------------------
✍️সুলেখা রায়।(কলকাতা/ভারত)