সারে সারে শবদেহ গঙ্গায় ভাসছে
চিল-সারমেয় দল আনন্দে হাসছে।
শকুন-শকুনি নাচে তাক-ধিন-ধিনতা
দুইবেলা আহারের আর নেই চিন্তা।
রাজার জয়গান গাও সবে সঙ্গে....
রাজামশাইয়ের জয় নমামী গঙ্গে।


অতি মহামারীকাল মৃত্যুর নৃত্য...
মারী ও মড়ক দেখে কেঁপে ওঠে চিত্ত!
রাজা বসে রাজাসনে জয়টিকা ভালে
জেগেও ঘুমান তিনি সংকট-কালে।
রামের রাজত্ব ভরা কত রঙ্গে....
জয় ভারতের জয় নমামী গঙ্গে!


কবরের মাটি নেই-- নেই চিতাকাঠ
ভাগারের চেহারায় নদী-মাঠ-ঘাট!
পুণ্য ভারত-ভূমি ধুঁকে ধুঁকে মরছে
গঙ্গার বুকে লাশ ঝরে ঝরে পড়ছে!
লাশের অট্টহাস কি বিকট ভঙ্গে...
অনন্ত প্রবাহিনী নমামী গঙ্গে!


প্রজাবৎসল রাজা আদর্শবান
আত্মনির্ভর এ দেশ মহান।
রাজার আশীষ ঝরে পড়ে রাজলোকে
ভারত-জননী কাঁদে সন্তান-শোকে!
শোক-তাপ বয়ে চলে ধীর-তরঙ্গে...
পুণ্যসলিলা নদী নমামী গঙ্গে!
----------------------------------
✍️সুলেখা রায়।(কলকাতা/ভারত)