(১)সততা......
সব সত্যি যদি সত্যি করে বলা যেতো...
সব সত্যি যদি সততার মূল্য পেতো,
তাহলে পৃথিবীটা অন্যরকম হতো।


(২) জীবনের তানপুরা.....
জীবনের তানপুরাটা যখন বেসুরো বাজে,
ক্ষণে ক্ষণে তাল কেটে যায় রোজকার কাজে।
তানপুরাটার তারগুলো আবার বাঁধি,
জীবনের সুরগুলো আবার সাধি।


(৩)বিপন্ন মনুষ্যত্ব......
মনুষ্যত্বহীনতায় বিপন্ন পৃথিবীলোক,
মৃত মনুষ্যত্বের ময়নাতদন্ত হোক!


(৪)খাঁটি......
খাঁটি সোনা থাকে মাটির ভিতরে...
প্রকৃত প্রেম থাকে হৃদয়ের গভীরে।
----------------------------------
✍️সুলেখা রায়।(কলকাতা)