অতীতের দর্পণে উঁকি দেয় মন....
কত না রঙিন দিন, কত আয়োজন!
কত রঙে জলছবি, কত আলাপন!
       অতীতের দর্পণে উঁকি দেয় মন।


বন্ধু স্বজন কত, কত প্রিয়জন....
কত বিচ্ছেদ কত মধুর মিলন!
কত সুখস্মৃতি কত বেদনার ক্ষণ!
       অতীতের দর্পণে উকি দেয় মন!


হাসি আর গানে-গানে সহজ জীবন...
ফেলে আসা শৈশব দাদা-ভাই-বোন!
মায়ের আদর কত বাবার শাসন!
        অতীতের দর্পণে উঁকি দেয় মন!


কত ভাঙা-গড়া কত ছন্দ পতন...
কত পাওয়া না-পাওয়া কত প্রয়োজন!
আশা-দুরাশার মাঝে জীবন-শমন....
          অতীতের দর্পণে উঁকি দেয় মন!
--------------------------------------
✍️সুলেখা রায়।(কলকাতা)