ওদের অকারণ ভয় পেতে নেই।
আধুনিক সম্ভ্রান্ত শহরের অদূরে এঁদো বস্তির অন্ধকার ঘুপচি ঘরে গাদাগাদি জীবন-যাপনে
ওরা অভ্যস্ত।
মহামারীর প্রকোপ থেকে বাঁচতে
মাস্কের ব্যবহার ওদের কাছে বিলাসিতা।
স্যানিটাইজারের ব্যবহার ওরা জানে না।
ওরা দিন আনে দিন খায়,
তাই ঘরবন্দি হলে ওদের চলবে না।
পথে-ঘাটে ধূলো মাটির সাথে
ওদের নাড়ির যোগ,
তাই বারবার সাবানজলে হাত ধোয়ার প্রয়োজন নেই ওদের।
তবু ওরা বিনা অস্ত্রেই জীবন-যুদ্ধে জয়ী...
কারন, মৃত্যুভয় ওদের নেই;
বরং মৃত্যুই ওদের স্পর্শ করতে ভয় পায়।
ভয়ানক রোগের সাথে ওদের
নিত্য জীবন-সংগ্রাম।
সেই রোগের নাম "দারিদ্র্য"....
যার নিত্য সঙ্গী অনাহার-- অর্ধাহার-- অপুষ্টি।
এ রোগ প্রতিরোধের উপায় ওদের জানা নেই।
ওরা রাষ্ট্রের দয়া-দক্ষিণ্যটুকু পেয়ে বেঁচে থাকে।
কিন্তু "দারিদ্র্য" নামের দূরারোগ্য ব্যাধি থেকে মুক্তির উপায় ওদের কেউ বলে দেয় না।
--------------------------------------
✍️সুলেখা রায়।(কলকাতা)