"রথের মেলা"
*************


এলো পুণ্য "রথ যাত্রা"
বর্ষা মুখর আষাঢ়ে....
রথের মেলার বেচা-কেনা
জমছে পথের দু'ধারে।


কতরকম পসরা দেখো
খেলনা-রথের বাহার
পুঁচকে সোনা টানছে দড়ি
কেমন মজাদার!


বলভদ্র আর শ্রীজগন্নাথ
দেবেন রথে পাড়ি....
সুভদ্রাকে সঙ্গে নিয়ে
যাবেন মাসির বাড়ী।


রথের মেলায় ছেলে-বুড়োর
উপচে পরা ভীড়.....
রথের রশি টানবে বলে
আনন্দে অধীর।


থরে থরে মন্ডা-মিঠাই
নানান খাবার মজা...
লালমোহন - ছানার মুড়কি
খাস্তা জিভে-গজা।


হরেক রকম মিঠাই মাঝে
"জিলিপি"টাই  রাজা!
রথের মেলায় সবার সেরা
টাটকা পাঁপড় ভাজা।


কচি-কাঁচা শোনোহে বাছা
"রথের মেলা"য় গিয়ে....
বাবা-মা'এর হাত ছেড়ো না
যাবেই  কিন্তু  হারিয়ে!!
*******************
✍️সুলেখা রায়।(কলকাতা)
সকল বন্ধুদের পুণ্য রথযাত্রার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানাই।🙏