দীন-মজুর আমরা চাষী
চাষ করি আনন্দে....
দুঃখে-সুখে দিন কেটে যায়
সহজ সরল ছন্দে।


রুক্ষ মাটি লাঙ্গল চষে
সোনার ফসল ফলাই...
হাড়-ভাঙা পরিশ্রমের
মূল্য কি আর পাই ?


শীত-গ্রীষ্ম-বর্ষা কাটে
কাদা-মাটি-জলে...
মাঠ-ভরা ধান হেসে ওঠে
সবুজ কোলাহলে।


ফসল কাটি খামার ভরি
তবু থাকি অন্নহীন...
স্বাধীনতার সত্তরেও
আমরা কেন পরাধীন ?


ঋণের বোঝা মাথায় নিয়ে
দারিদ্র্য দুর্দশায়...
দেশ-নেতাদের ভাষণ শুনি
সেই সুদিনের আশায়।


আজো খুঁজে বেড়াই সঠিক
অর্থ বেঁচে থাকার...
চেয়েও কেন পাইনা আমরা
ন্যায্য অধিকার ?


হাসিমুখেই বাঁচি তবু
কষ্ট যতই পাই...
রৌদ্রে পুড়ে বৃষ্টি ভিজে
বসুন্ধরা সাজাই।
------------------------
✍️সুলেখা রায়।(কলকাতা)