সিংহাসনে বসলো রাজা
বাজলো কাঁসর-ঘন্টা...
আশায় আশায় উঠলো ভরে
প্রজাকুলের মনটা।


দিদি তুমি মাতৃসমা
নিয়েছো মহা দায়...
সবার আগে দৃষ্টি দিও
নারী নিরাপত্তায়।


প্রজা তোমায় মান দিয়েছে
দিয়েছে রাজাসন...
বাঁচার মতো বাঁচতে চায়
সকল জনগন।


নিরন্নের অন্ন চাই
চাই কর্মসংস্থান...
দোহাই রাজা, চাই না ভিক্ষা
চাই না দয়ার দান।


মাথা তুলে বাঁচতে চাই
চাই আত্মসম্মান...
পোকা ধরা চাল দিয়ে আর
করো না অপমান।


সুরক্ষা-- সুশাসন চাই
মা-বোনেদের অভয়ারণ্য...
শিশু-শ্রম বন্ধ হোক
শিক্ষা সবার জন্য।


স্বজন-পোষণ দূর হোক
দূর হোক স্বেচ্ছাচার...
রাজার মতো রাজধর্মে
সুদিন ফেরাও সবার।


রাজ্যবাসীর গর্ব তুমি
নারীর অহংকার ...
রাজাসনে তোমায় যেন
দেখি বারবার।
--------------------------
✍️সুলেখা রায়।(কলকাতা)