সময়ের স্রোতে দিন বয়ে চলে যায়
সময় বলছে হেঁকে সময় তো নাই।
সময় এগিয়ে যায়,
পিছনে ফিরে না চায়...
সময়কে যায় না ধরে রাখা;
সময়ের হাতে ঘোরে সময়ের ভাগ্যের চাকা।
সময় সমুখে ধায়,
কে জানে কার ইশারায়....
কোন গন্তব্যে কে জানে কোন ঠিকানায়!
সময় আপনি বাঁধা সময়ের শৃঙ্খলে
সময় এগিয়ে চলে সময়ের ধারাগোলে।
ছোট-বড় ভেদ নেই,
ক্লান্তি বা খেদ নেই....
সময় সমানভাবে রয়েছে সবার;
সময়ের হাতে আছে সময়ের শ্রেষ্ঠ বিচার।
-----------------------------------
✍️সুলেখা রায়।