অনেকদিন দেখিনি আকাশের বাতিঘর...
সেখানে আমার শৈশব বন্দি আছে।
অনেকদিন পক্ষীরাজ ঘোড়ায় চেপে তেপান্তরের মাঠ পেরোনো হয়নি....
সেখানে বন্দি আছে আমার কৈশোর।
ওই তারাদের কাছে সযত্নে সাজানো রয়েছে আমার রঙিন অতীত।
রূপকথার দেশে ফেলে এসেছি আমার কল্পনামাখা গল্পগুলো...
ধুলোমাখা স্মৃতির ঝাঁপি খুলে বসেছি আজ বহুদিন পর।
----------------------------------------
✍️সুলেখা রায়।(কলকাতা)